কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলাদেশের মৎস্যসম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করে থাকে। জাতীয় জিডিপির ৩.২১ শতাংশ এবং মোট কৃষিজ আয়ের ২৪.৪১ শতাংশ মৎস্য উপখাত থেকে আসে (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭)। বিগত দশকে মৎস্য খাতে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৩১শতাংশ । দেশের রপ্তানিও আয়েও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রানিজ আমিষের প্রায় ৬০শতাংশ যোগান দেয় মাছ। বিগত চার অর্থবছরে (২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭) দেশের মোট মৎস্য উৎপাদন ছিল যথাক্রমে ৩৫.৪৮, ৩৬.৮৪, ৩৮.৭৮ ও ৪১.৩৪ লক্ষ মেট্রিক টন। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কার্যকরি ভূমিকা রেখে চলেছে মৎস্য অধিদপ্তর। দেশের মোট মাছ উৎপাদনের ১২ শতাংশ আসে ইলিশ থেকে। ২০১৭-১৮ অর্থবছরে দেশে ইলিশের মোট উৎপাদন ছিল ৫ লক্ষ ১৭ হাজার মে.টন, যা বিশ্বে মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশ। মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশবর্তমানে বিশ্বে ৩য় এবং বদ্ধ জলাশয়ে মাছ চাষে ৪র্থ অবস্থানে আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস