১) মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে দায়িত্ব পালন করা;
(২) লাগসই প্রযুক্তি ভিত্তিক হ্যাচারি স্থাপন এবং গুণগত মানসম্পন্ন পোনা মাছ উৎপাদনের জন্য বেসরকারি নার্সারি মালিকদের সম্ভাব্য সকল প্রকার কারিগরি সাহায্য ও সহযোগিতা প্রদান;
(৩) গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও প্রদর্শনীর জন্য প্রদর্শনী নার্সারি কার্যক্রম পরিচালনা এবং তথ্যাদি সংরক্ষণ;
(৪) মৎস্য চাষিদের বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান;
(৫) ব্যাংক ঋণ প্রাপ্তিতে মৎস্যচাষি/মৎস্যজীবী/চিংড়িচাষি/উদ্যোক্তাদের প্রকল্প তৈরিসহ অন্যান্য কারিগরী সহায়তা প্রদান;
(৬) জরিপ ও তথ্য সংগ্রহ-
(ক) সরকারি (খাস) ও বেসরকারি সকল প্রকার পুকুর, দীঘি, নদী, খাল, বিল প্রভৃতি জলাশয়ের সংখ্যা এবং আয়তন সম্পর্কে তথ্যাদি সংগ্রহ ও যথাযথভাবে তা সংরক্ষণ;
(খ) বেসরকারি পর্যায়ে পুকুর, দীঘি, বিল, বাঁওড়, প্লাবনভূমি ও ধানক্ষেত ইত্যাদিতে মৎস্যচাষ কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি হালনাগাদ সংগ্রহ এবং উৎপাদিত মাছের তথ্যাদি সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ;
(গ) উন্মুক্ত জলাশয়, নদী-নালা, খাল-বিল, প্লাবনভূমি ইত্যাদি হতে আহরিত মৎস্য বিষয়ক তথ্যাদি নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ;
(ঘ) প্রাকৃতিক উৎসের সন্ধান এবং আহরিত রেনু/পোনার (প্রযোজ্য ক্ষেত্রে) উপাত্ত ও তা যথাযথভাবে সংরক্ষণ;
(ঙ) প্রধান প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র/মাছের আড়ত ও হাট-বাজার পরিদর্শন করে Random Samplingপদ্ধতিতে মাছের প্রধান প্রধান প্রজাতিভিত্তিক মোট পরিমাণ, গড় সাইজ ও ওজন এবং কেজি প্রতি পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য এই তিন ধাপে মাছের প্রজাতি ভিত্তিক টন প্রতি মূল্য ও আনুষঙ্গিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ;
(৭) জলমহাল ব্যবস্থাপনার আওতায় মৎস্য বিভাগীয় প্রকল্পভুক্ত জলমহালগুলোর জৈবিক ব্যবস্থাপনা (Biological Management)এবং সংরক্ষণমূলক কার্যক্রমবাস্তবায়ন
(৮) মৎস্য সম্পদ সংরক্ষণ আইন ১৯৫০ এবং এতদসংক্রান্ত পরবর্তী সংশোধনীর আলোকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ;
(৯) পানিসম্পদ ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করা;
(১০) বেসরকারি পর্যায়ে পরিচালিত কার্প/চিংড়ি ও অন্যান্য প্রজাতির হ্যাচারির সংখ্যা, আয়তন অবস্থান ও স্থাপনা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হ্যাচারিওয়ারী পৃথক পৃথক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রণীতব্য নীতিমালার আলোকে তা নিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ;
(১১) বেসরকারিভাবে নতুন কোন মাছের প্রজাতি উপজেলা পর্যায়ে চাষির খামারে চাষ শুরু হলে জীববৈচিত্র্যের কোন প্রভাব ফেলবে কিনা এবং উহার চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ত্বরিৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ;
(১২) মাছ/চিংড়ি খামারে ব্যবহৃত মৎস্যজাত ভেজাল নিরোধ ও গুণগতমান সংরক্ষণের জন্য মৎস্যখাদ্যের দোকান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ;
(১৩) উপজেলা পর্যায়ে মৎস্য অভয়াশ্রমের অনুসরণে মান্দা, কুয়া ইত্যাদি স্থাপনের মাধ্যমে সনাতনী প্রজাতির মাছ/বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ;
(১৪) মৎস্য অধিদপ্তরে বাস্তবায়নাধীন ক্ষুদ্রঋণ সম্পর্কিত প্রকল্প (সমাপ্ত প্রকল্পসহ)/কর্মসূচিতে বরাদ্দকৃত টাকা সরকারি বিধি/প্রকল্পের নীতিমালা ও দিকনির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট মৎস্যচাষিদের মাঝে বিতরণ ও নির্ধারিত লক্ষ্যমাত্রার মৎস্য ও অন্যান্য সামগ্রী উৎপাদন নিশ্চিত করে ঋণের টাকা আদায়ের ব্যবস্থা নিশ্চিতকরণ;
(১৫) জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিতকরণ ও প্রশিক্ষণ ইত্যাদি;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস